কবিতা ।। দর্পণ কথা ।। অরিন্দম চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা ।। দর্পণ কথা ।। অরিন্দম চট্টোপাধ্যায়





ধূসর ভূমির ওপর গড়িয়ে গ্যাছে একটা রাস্তা
উঁচু নীচু ভাবে চলন বিলের দিকে
চারিদিকে ধূপছায়া আকাশ,
যেতে যেতে খুঁজি বিগত দিনের কোন পায়ের ছাপ
যে আলোর জীবন রেখে এসেছি
তার জন্য একটা দর্পণ খুঁজে চলেছি
চারপাশে ছড়িয়ে আছে বন জুঁই
রাস্তার বিপ্রতীপে দাঁড়িয়ে কোন এক দর্পণ
যেতে যেতে হঠাৎ ই  দেখা হয়ে গেল.....
বিষন্নতার মধ্যে কয়েকটা রুদ্রপলাশ
নিস্পলক দৃষ্টি নিয়ে আমার দিকে
ফেলে আসা কাল গুলো উচ্চারিত হতে থাকল
আমি শুনে যেতে থাকলাম
বাজতে লাগল  বিলাবল রাগ
না বলা বসন্ত কথা ফিনিক্স পাখির মতন ঝারা দিয়ে চলে গেছে, সে তো বহুকাল
আমি শূন্যপথে তাকিয়ে আছি....
বুকের ভেতর এখন ফড়িং এর ডানার মতন দর্পণ কথা 
----------------------
 
@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা,
 কলকাতা - ৭০০০৬০,
 

No comments:

Post a Comment