কবিতা।। নষ্টনারী ।। অর্ধেন্দু ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা।। নষ্টনারী ।। অর্ধেন্দু ভট্টাচার্য্য



নষ্টনারী

অর্ধেন্দু ভট্টাচার্য্য 

   
 আমাকে দেখতে পাবে রাস্তার ধারে দাঁড়াতে
 দেখতে পাবে শহরের অন্ধকারে শরীর বেচতে।
 রাত্রিকালীন আঁধারে মুখে পড়ে কৃত্রিম আলো
     তোমরা ভাবো আমার পছন্দের রং কালো।
          পছন্দ নয়,কালো আমার পেশা       
  অতীতকালে আমারও ছিল ভালোবাসার নেশা।
  ভালোবাসার গল্প শুনি অনেক লোকের মুখে
'ভালোবাসি' বলে না তো কেউ আমার চরম দুখে।

    মানুষ খোঁজে সুখের অতল, শরীর সমুদ্রে, 
  সুখহীন মন পড়ে থাকে একা আমার মধ্যে।
  মনের খবর নেয় দুটি চোখ,অশ্রু ঝরে তাই
    সমাজ বলে নষ্টনারী স্ত্রীরূপে না চায়।
  সমাজ,তবে প্রশ্ন করি,আর নাই কোনো ভয়
    শরীর ছুঁলেই মা সীতা কী নষ্টনারী হয়?
 
                   ------------------------ 


Ardhendu Bhattacharyya
Address:Berhampore, Murshidabad
Mobile no. 7047888239
    
    
  
  



No comments:

Post a Comment