ছড়া ।। লক্ষ্মী মেয়ে ।। মোনালিসা পাহাড়ী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

ছড়া ।। লক্ষ্মী মেয়ে ।। মোনালিসা পাহাড়ী



লক্ষ্মী মেয়ে

মোনালিসা পাহাড়ী


সত্যি কী তুই লক্ষ্মী মেয়ে বল দেখি মা
থাকিস কি তুই এক জায়গায় শান্ত হয়ে?
নাকি ঐ দুষ্টু খুকির মতোই কেবল
খেয়াল বশে ঘুরে বেড়াস অসময়ে।

তোর দয়াতেই ধন‍্য ধরা শস্য শ‍্যামল
তোর কৃপাতেই আহার জোটে রোজ দুবেলা
তুই চাইলেই দীন ভিখিরি হয় যে মালিক
এ সংসারের অন্ন জোগানো তোরই খেলা।

তোর কাছে মা চাওয়ার কিছু শেষ নেই তো
আজও যারা কাটায় জীবন ভুখা পেটে
টুকরো রুটির তরে লড়াই করছে যারা
পায় যেন মা দুমুঠো ভাত তারাই খেটে।

যার আছে তার প্রচুর আছে হয় কেন মা?
যার নেই সে সর্বহারা সারা জীবন
এমন কেন হয় চারধার বল না মাগো
দুখী যে তার দুঃখ কেন হয় আজীবন!

পার্থনা আজ করি মাগো তোর চরণে
অন্ন আলোয় ভরিয়ে দে মা বসুন্ধরা
রোজ দুবেলা দুমুঠো ভাত সবার মুখে
জোগান দিতে মর্ত‍্যে এবার আয় গো ত্বরা।
---------------- 

মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১
ফোন-9635269527

No comments:

Post a Comment