Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

দুটি কবিতা ।। হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়




থেকে যেতে চাই


আমাকে না পারো
তো রেখো না কোথাও।

থেকে যেতে সকলেই চায়
উৎসবে উপহারে অথবা
বর্ষণে খরায়।
তেমনই থাকতে চায় অতলান্ত রায়।

সাধ তো সকলের থাকে 
সাধ্য হয়ে ওঠে না সবার।
থেকে যেতে হলে 
এইবেলা হাতে ছুরি নাও
এইবেলা শরীরের এ-ভাগ ও-ভাগ
কেটে নিয়ে যত্নে রাখো পাতায় পাতায়---
মনে রেখো শ্রীমান অতলান্ত রায়।

শুধু হৃদয় কেটো না
হৃদয় দিও না কোনো শর্তে-বাধ্যতায়---
জেনে রেখো অতলান্ত রায়
সেটুকু তোমার নয় একান্ত নিজের।

সকলেই থাকতে চায় সকলের মতো
দেওয়ালে বা অন্য কোনোখানে
ঝুলিয়ে দিও না।
কেউ, জেনো, মহাপ্রাণ নয়।
হৃদয়ে জাপটে রাখো
যকৃতে অথবা প্লীহায়
কিম্বা দুই নিভু নিভু চোখে

অন্যথায়
তুমি চ'লে গেলে
কার কী বা আসে যায়,
অত্যন্ত সাধারণ অতলান্ত রায়! 



অন্য মিছিল


মানুষ চলেছে কত, সারিবদ্ধ হয়ে 
মুখের সামনে ধরা আলোক বর্তিকা
হাতে ধরা দাহ্যদণ্ড শুধু
শূল, মুষল, মুদ্গর বা পট্টিশ-নারাচ নয়।
ওরা সুধীজন
শুদ্ধ বেশভুষা
বিগলিত তপ্ত দণ্ড থেকে তপ্তরস ঝ'রে পড়ে হাতে
তবু ওরা নির্বিকার নিরালম্ব চলে। 
দণ্ড জ্বলে যায়, শিখা উচু হয়ে ওঠে।
তবু ওরা শান্ত স্নিগ্ধ মিছিলে চলেছে।

'স্থৈর্য' ও 'বরদাস্ত' দুটি এক ক'রে গুলিয়ে ফেলেছে

হয়তো কোনো শীসার গুটিটি 
গেঁথে গ্যাছে দুরন্ত গতিতে বুকের ভেতর
হয়তো সব পুরুষ কুকুরেরা 
বসন্তেও পঞ্চম মাসে ভোগে 
লুট ক'রে চ'লে যায় তাদের ডেরায়
হয়তো কোনো দেশের সন্তান 
নিস্পন্দ শুয়ে আছে, কাঁটাতার পাশে।

নীরব মিছিলে কোনো তর্জন নেই
গর্জন-টর্জন নেই
জীবনের কোনো ঝুঁকি নেই এমন মিছিলে
ঝুঁকি নেই, তো দায়ও কারো নেই মোটে
শুধু আছে নীরবতা।
ঠাণ্ডা মড়া মাছের মতো শীতল মিছিল।

___________


হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় / মুখার্জ্জী অ্যাপার্টমেন্ট-২ / শালবাগান / ন'পাড়া / বারাসত / কলকাতা-১২৫। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত