কবিতা ।। উৎসবের আনন্দ ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা ।। উৎসবের আনন্দ ।। পাভেল আমান


উৎসবের আনন্দ

পাভেল আমান


অতিমারির স্তব্ধ পরিবেশে 
চারিদিকে ভেসে আসছে
আগমনীর মধুর সুর
জানান দিয়েছে শারদোৎসব
সবাই যেন কিছুটা হলেও
ভুলে গিয়েছে নৈরাশ্যতা
আনন্দের বার্তা নিয়ে
বাঙালি মজেছে দুর্গাপুজোয়
এক নিমেষে বিলীন
জমে থাকা যাতনার কথামালা
প্রাণের পরশে উজ্জীবিত
ঝিমধরা বাঙালি মানস
এসো আজ সবাই মিলে
মেতে উঠি পুজোর অনাবিল আনন্দে
সব ভেদাভেদ বিসর্জনে
গড়ে তুলি সম্প্রীতির বাতাবরণ।

------------ 
 

পাভেল আমান- হরিহর পাড়া -মুর্শিদাবাদ

No comments:

Post a Comment