কবিতা // সংশোধনাগার // শ্রাবন কয়াল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা // সংশোধনাগার // শ্রাবন কয়াল


সংশোধনাগার

শ্রাবন কয়াল



অন্তরঙ্গ মুহূর্তগুলো ক্যামেরা বন্ধি না করায় ভালো
বালক মস্তিষ্কে উত্তেজনা ছড়ায়
 জোনাকির অন্তরঙ্গ দৃশ্য ক্যামেরা বন্দি অসম্ভব
কিংবা নদীর সঙ্গে সমুদ্রের...
পাগলের নগ্নতায় মজা নেই
পাগলির তো দারুন উত্তেজনার
পতিতাকে বেশ্যা নয় মা বলতে শিখুন
পাপ হরণকারী গঙ্গা কি অপবিত্র!
ময়লা ফেললেই দূষিত হয়না, শরীর
গঙ্গায় ডুবলেই পবিত্র
 পতিতালয় ঘৃণার নয় ধর্ষকের সংশোধনাগার।

**************************************

শ্রাবণ কয়াল
 পাথরবেড়িয়া(লক্ষিকান্তপুর) ,পোষ্ট:চন্ডীপুর
থানা:ঢোলা হাট
জেলা :দক্ষিণ ২৪ পরগণা   
পিন:৭৪৩৩৯৯

 




No comments:

Post a Comment