ছড়া // চিরসত্য // খগপতি বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

ছড়া // চিরসত্য // খগপতি বন্দ্যোপাধ্যায়

চিরসত্য

খগপতি বন্দ্যোপাধ্যায়


জন্ম হলে মৃত্যু হবে চিরসত্য তাই 
জন্ম থেকেই মৃত্যু পথে এগিয়ে যে যাই,
এই কথাটা মনে রেখে চালাও জীবন রথ
বয়সে নয় কর্মে বাঁচো বেছে সঠিক পথ ।

যতই সাজাও বাগানখানি হবেই হবে শেষ
কোথায় যাবে নেই তো জানা অজানা এক দেশ,
সাধের তোমার দেহখানি পুড়ে হবে ছাই
শেষের সে দিন দেখবে তুমি সাথে কেহ নাই ।

মানব জীবন শ্রেষ্ঠ জীবন একটিবারই হয়
ভালো কাজে থাকলে ডুবে মরেও অমর রয়,
লোভ লালসা হিংসা ছেড়ে মানবসেবায় মন
সবার থেকে ভালোবাসা সেই তো পরম ধন ।

বাড়ি গাড়ি টাকাকড়ি ক্ষণকালের সুখ
তারই জন্য হানাহানি আনবে ডেকে দুখ ,
ঝগড়া বিবাদ মারামারি -হয় কি ভালো ফল?
অকাল মৃত্যু হয় যদি রে তখন সবই জল ।

মাটির কলস থেকে শেখো জীবনের কি দায়
সারা জীবন ঠান্ডা মাথায় কাজটা করে যায় ,
ছোট্ট জীবন অল্প সময় সেরে নে কাজ সব
ক'ঘন্টা যে থাকে জীবন রইবে পড়ে শব ।

******************************

মালঞ্চ ,কবরডাঙ্গা ,  জেলা- বাঁকুড়া ,৭২২১০১

No comments:

Post a Comment