শব্দপ্রভা ৮ ।। ব্লগ-নবপ্রভাত ৪৪তম সংখ্যা ।। কার্তিক ১৪২৮ অক্টোবর ২০২১ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

শব্দপ্রভা ৮ ।। ব্লগ-নবপ্রভাত ৪৪তম সংখ্যা ।। কার্তিক ১৪২৮ অক্টোবর ২০২১


।। শব্দপ্রভা-৮ ।। 

নির্মাণে: টিম নবপ্রভাত

যে-কেউ উত্তর পাঠাতে পারেন। 
ঠিক উত্তরদাতার নাম, ঠিকানা, ছবি আগামী মাসের সংখ্যায় প্রকাশিত হবে। 

 ** এই নির্দিষ্ট ছকে যে-কেউ ভিন্ন ভিন্ন শব্দ বসিয়ে সুত্রসহ আমাদের পাঠাতে পারেন। মনোনীত হলে প্রকাশিত হবে। 
 
উত্তর ও নতুন ছক পাঠানোর মেল আইডিঃ nabapravatblog@gmail.com  
whatsapp : 9433393556



পাশাপাশি :

১.শমীবৃক্ষ, বায়ু  ৩. ফকির মিষ্টান্ন  ৫ সেন কবি ৬. নিমেষ ৭. পূজামণ্ডপে এই দপ্তরেরও অনুমোদন লাগে ৯. কার্তিকের স্ত্রী  ১০ .পুরান মতে এর দেবতা কুবের ১২. নীচু, ঢালু ১৪. ফল, চিনি এবং মশলার সংযোগে প্রস্তুত মিষ্টি স্বাদের খাবার ১৫. যুদ্ধের ঢাক ১৬. লেজারবুক ১৭. সামনে , পিছনে যেদিক থেকেই দেখ এটা দিয়েই দেখতে হবে

উপরনিচ :

১. সমাপ্ত ২. গোমড়ামুখো, নিরস ৩. দুদিক থেকেই দয়া ৪. আঁশ  ৮. 'পাখি সব করে রব..' এর কবি ১১. রঞ্জিত মল্লিক ও চুমকী চৌধুরী অভিনীত বাংলা ছবি ১২. নজরে আসে না এমন ১৩. 'প্রখর ----- তাপে যদি জারব' 


##########$$$$$$$$$$##########

শব্দপ্রভা ৮ এর সমাধান

পাশাপাশি :-- ১. পবন, ৩. কালিদাস ৫. বীজন ৬. শ্রবণ ৭. নবপত্র ৯. বক, ১০. যশ , ১২. পরিনত ১৪. ললাট, ১৫. মারুতি, ১৬. কলকল, ১৭. কাহিল।
উপর নীচ :- ১. পরিশ্রম, 2. নবীনবরণ, ৩. কানন, ৪. সর্বত্র, ৮. বংশলতিকা, ১১. ভাঁটফুল ১২. পলক, ১৩. তমাল ।




No comments:

Post a Comment