কবিতা // আমি দ্রৌপদী // আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা // আমি দ্রৌপদী // আশিস ভট্টাচার্য্য


আমি দৌপদী

 আশিস ভট্টাচার্য্য



আমি দ্রৌপদী, রাজনন্দিনী সুন্দরী ,স্বাস্থ্যবতী, সুলাক্ষণা 
রন্ধন পটিয়সী গৃহকর্মে নিপুনা কলা বিশারদ।

সুতপুত্র কর্ণকে আমি প্রত্যাখ্যান করেছি কারণ অর্জুনের রূপ যৌবনে আমি বিমোহিতা তার পৌরুষে আমি রতি বিহ্ললা
আমি তার সাথে সুখে সংসার করতে চেয়েছিলাম।

অথচ আমার শাশুড়ি কুন্তীর নির্দেশে বাস্তবিক আমি বহুবল্লভি অসতী ।

আমার দাম্পত্য সুখের হয়নি আমার ব্যক্তিত্ব আমার দাম্পত্য প্রণয়ে বাধা ।

আমার শাশুড়ি কুন্তী যিনি নিজেও ছিলেন বহুগামিনী তিনি আমার সতীত্ব নষ্ট করালেন মজা দেখুন বহুগামিনী হলেও  আমি আমার শাশুড়ি দুজনেই পঞ্চসতীর অন্যতমা। 

পুরুষোত্তম কৃষ্ণ আমার বন্ধু হওয়া সত্বেও আমি হারিয়েছি আমার কিশোর পুত্র বীর অভিমন্যুকে আমাকে বাজি ধরে জুয়া খেলেছেন ধর্মরাজ আর মদমত্ত কৌরব আমাকে বিবস্ত্রা করতে চেয়েছিল। রাজকন্যা রাজবধূ আমাকে 13 বছর পথে-প্রান্তরে বনে বাস করতে হয়েছে অথচ জ্ঞানতঃ আমি নিষ্পাপ আমি দ্রৌপদী মহাকাব্যের সবচেয়ে বিতর্কিত নায়িকা।

 *****************************
 রামকানাই গোস্বামী রোড ,
 শান্তিপুর, নদিয়া- 741404

No comments:

Post a Comment