কবিতা।। খামারবাড়ি ।। সঞ্জয় আচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা।। খামারবাড়ি ।। সঞ্জয় আচার্য






পাটা পেড়ে ধান ঝারে 
মাঝিদের যদু ও জাদুকর বাউড়ি ।
হাত ঘুরিয়ে ঘুরিয়ে কেমন আলাদা করে নেয়
ফসিল ও ফসলের মুখ।

তারপর বিত্তশালী গৃহস্থের পায়ে পায়ে
সদর দরজায় এসে
খুচরো পয়সা কিছু চাদরে গুটিয়ে নিয়ে
চলে যায় দিগন্তের পাঁচিল ডিঙিয়ে।

সেদিনের মেঘেরা শীতের আঁচ পেয়ে চলে গেছে যে পথে
ঢেকে নিয়ে  নীলের চাদর
জাদুকর ফুঁ দিয়ে উড়ায় সে শীত।

তখনও খামারের কোণে তেঁতুল গাছটার ডালে
মুখোমুখি দু' শালিক নিভৃতবাসের কথা কয়--
হাত ঘুরিয়ে ঘুরিয়ে জাদুকর কেমন আলাদা করে 
ফসলের শীত আর ফসলের বর্ষা শরীর।

তার পাশেই  সন্ধ্যা তারাটির গায়ে 
নীরব শিশিরেরা  বসে দেখে--
ও---ওই যে মাঠ পেরিয়ে চলে যাচ্ছে কারা 
ভানুমতীর বেশে…

------------------

সঞ্জয় আচার্য,
 20A/3 শীল লেন, 
ট্যাংরা, 
কলকাতা 700015,
 ফোন 9830437268

No comments:

Post a Comment