কবিতা ।। কালবৈশাখী ঝড়ের তান্ডব ।। রূপো বর্মন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা ।। কালবৈশাখী ঝড়ের তান্ডব ।। রূপো বর্মন


কালবৈশাখী ঝড়ের তান্ডব

রূপো বর্মন 



সেদিন সকাল দশটা নাগাদ বাজার থেকে আসার পথে 
রূপকের জন্য চকলেট 
আর খুশির জন্য বিস্কুট কিনেছিলাম 
কারণ বাজার থেকে ফেরা মাত্রই 
ওরা দুই ভাইবোনে 
আমাকে জড়িয়ে ধরে হাত পাতবে 
ওদের পছন্দের চকলেট আর বিস্কুটের জন্য
আর না পেলে কান্নাকাটি করবে 
তাই মনে করে কিনে নিয়েছিলাম
আর বাড়ি থেকে ফিরতে ফিরতে ভাবছিলাম 
বাড়িতে পৌঁছালেই এক্ষুনি
বাবা বাবা বলে
আমাকে জড়িয়ে ধরবে 
অবশেষে বাড়িতে পৌঁছালাম 
কিন্তু কেউ বাবা বলে
দৌড়ে এলো না
আমাকে জড়িয়ে ধরলো না 
চকলেট আর বিস্কুটও চাইল না 
অনেক্ষণ দাঁড়িয়ে থাকলাম 
ভাবলাম আসবে হয়তো একটু পরে 
খেলতে গেছে বুঝি 
কিন্তু না 
এতো অপেক্ষা করার পরেও
ছেলে মেয়ে দুটো এলো না
আমাকে এভাবে আঙিনায় দাঁড়িয়ে থাকতে দেখে 
মা কাছে গিয়ে বলল
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস 
যা হাত মুখ ধুঁয়ে আয়
বউ যে কখন বাজারের ব্যাগটা হাত থেকে নিয়ে গেছে 
একটুও বুঝতে পারি নি 
হঠাৎ বাবা বাইরে থেকে এসে 
আমাকে একটা খবরের কাগজ হাতে দিয়ে বলল 
দেখতো আমাদের রূপক আর খুশির ছবি দিয়ে কি লিখেছে 
শুনে অবাক হয়ে গেলাম কিছুক্ষণের জন্য 
খবরের কাগজে দেখতে পেলাম 
আমার ছেলে মেয়ে দুটোর ছবি দিয়ে লেখা আছে 
আম কুঁড়োতে গিয়ে আম বাগানে বাজ পড়ায় দুই ভাইবোনের মৃত্যু কালবৈশাখী ঝড়ে 
তারপর আমার কাছে যেন সব পরিস্কার হয়ে গেল 
খবরের কাগজটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে 
আমার চোখ গুলো যেন ঝাপসা হয়ে আসলো।
-------------------------- 




 রূপো বর্মন
 মৌজগাঁও
 বসিয়ান
 রায়গঞ্জ
 উত্তর দিনাজ পুর


No comments:

Post a Comment