কবিতা ।। হাসিটুকু থাক ।। মুনমুন মুখার্জ্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা ।। হাসিটুকু থাক ।। মুনমুন মুখার্জ্জী


হাসিটুকু থাক

মুনমুন মুখার্জ্জী



সবাইকেই তো যেতে হয়
থাকে না কারো অস্তিত্বটুকু, 
বলো না কিসের অহংকার
যেখানে থাকে শুধু স্মৃতিটুকু। 

আনন্দের ডালি সাজিয়ে
মাদুর্গাও প্রতিবার আসে, 
চারদিন হাসিয়ে যায় চলে
সমস্ত জগৎ দুঃখে ভাসে। 

চিরস্থায়ী যখন নয় কিছুই
থাকা ভালো অল্পতেই খুশি, 
আনন্দ দিতে পারি না-পারি
দুঃখেও মুখে থাকুক হাসি। 
 
---------------
                

 
মুনমুন মুখার্জ্জী
আমবাগান, তেঁতুল তলা
পোস্ট অফিস - বার্ণপুর
জেলা - পশ্চিম বর্ধমান


No comments:

Post a Comment