ছড়া // মাছি দেয় হাঁচি // দিলীপ কুমার মধু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

ছড়া // মাছি দেয় হাঁচি // দিলীপ কুমার মধু


মাছি দেয় হাঁচি

 দিলীপ কুমার মধু

মাছির মেলা-হাঁচির মেলা
দেখবি নাকি আয়
হোয়াইট হাউস, আইফেল টাওয়ার
মাছি মেলা বসায়।

দুশো মাছি ফিচ ফিচ হাঁচে
যেন, পরমাণু বোম
রিখটার স্কেলে মাত্রা ছাড়ায়
হাজারটাও কম।

দশতলা বা তারও বেশি
বিল্ডিং-শপিংমল
ঘর-বাড়ি সব তছনছ হল
জল অদলবদল ।

সূর্য ওঠা, পৃথিবীর গতি
সব হল নয়ছয়
সূর্য এখন পৃথিবীটার
খুবই কাছে রয়।

মানুষ -পশু-ঘর-বাড়ি সব
ছাইয়ের মতো ওড়ে
সাগর শুকনো, জলস্তর সব
আকাশেতে ঘোরে।

মাছির হাঁচি এমনরে ভাই
ধরাশায়ী সব
হাজার কিমি শুনতে পাবে
যেথায় ছাড়ো রব।

*******************
    মেমারি,পূর্ব বর্ধমান, কথা--8509852447


No comments:

Post a Comment