চললেন ওমা স্বর্গ পারে
অভিষা লায়া
আজকের সূর্যটা বেশ অন্যরকম
উদাসী হাওয়া বয়ে চলেছে চারিদিকে
প্রভাতের পাখির গুঞ্জন আজ দুঃখের ক্রন্দন
নদীর পাড়ে ওই যে দেখা যায় ফলার কোন।
উমা ফিরবেন স্বর্গতলে স্বামীর কাছে আবার
এক বছরের অপেক্ষাতে মরিয়া হবে মর্ত্য গণ
নৌকায় চেপে ভেসে ভেসে যাবে স্বর্গ পারে
যাবেন ভাসিয়ে উল্লাসের মন সপরিবারে ফিরে।
বরণডালা, সিঁদুরখেলা, মিষ্টি করে
কাঁধে চাপিয়ে নিয়ে চলেছে নদীর পাড়ে
মন ভার করে চোখের জলে বিদায় দেব মাকে জানিনা সত্যি আবার কবে পড়বে কাঠি ঢাকে।
মা, আসবে তো আবার এক বছর অপেক্ষার পরে? আসবে তো আবার পাপের বলের বিনাশ করতে? চোখের জলে ভাসিয়ে দিলাম উমার যাত্রা ভেলা তোমার আগমনির অপেক্ষায় রইলাম এই বেলা।।
_______________________________________
Abhisa Laya
27/2 Baksara Road, Baksara, Howrah-10
Mob: 8240483312
No comments:
Post a Comment