ছড়া ।। পূজোর দিনে ।। গুরুস্বরূপ মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

ছড়া ।। পূজোর দিনে ।। গুরুস্বরূপ মুখোপাধ্যায়



আগলে রেখো মা যে মোদের
দশভূজা দশটা হাতে
আসছে মা গো এই ধরাতে
খুশির জোয়ার আনন্দেতে।
দীঘি ভরা পদ্মফুলে
শাপলা শালুক দুলছে জলে
কাশের বনে ঢেউ খেলে যায়
শেফালিকা ডালে ডালে।
অঞ্জলিতে ভীড় জমেছে
বেলাপাতা আর ফুলে ফুলে
যুবক শিশু নাচছে কত
কাঁসর ঢাকির তালে তালে।
নতুন জামা রংবাহারি
নতুন গন্ধ আসছে নাকে
প্যাণ্ডেলেতে খেলছে শিশু
যেন উড়ছে প্রজাপতি ঝাঁকে।
উৎসবেরই দিনগুলো মা
রঙিন আরো সাজিয়ে দিও
বিভেদ শত্রু বিনাশ করে মা
ভক্তিভরে প্রণাম নিও।

----------------- 

 
গুরুস্বরূপ মুখোপাধ্যায়।কোতুলপুর।বাঁকুড়া।
ফোন 7908493321

No comments:

Post a Comment