কবিতা // রাখতে চাই প্রমিস - টা // মানস দেব - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা // রাখতে চাই প্রমিস - টা // মানস দেব

 

রাখতে চাই প্রমিস - টা 

মানস   দেব


পড়ন্ত বিকেল ,
বার্ধক্যে উপনীত সূর্যের আলো ;
সমুদ্রের জলকে করেছে স্বর্ণাভ ।
সন -সন করে বইছে হাওয়া ।
সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দুই নর - নারীর ছায়া মূর্তি।
" আজ প্রমিস - ডে  জানো তো ? "
জানি বলেই তো আজ এসেছি সমুদ্র সৈকতে ।
কুড়ি বছর আগে কোনো একজনকে দেওয়া
কথা রাখতে - ই এখানে এসেছি আজ ।
অতীত প্রেম যে এখনো মনে পড়ে ।
রাখতে চাই সেই প্রমিস - টা ।
ভালোবাসি তোমাকে ।
কেবল তোমাকে ।

আবীরের মধ্যে প্রেমিক মেটেরিয়ালটা
আজো যে জীবিত ।
বসন্তের আগমনে তা আরো হয়েছে
গভীর থেকে গভীরতর ।

**************************

  বালুরঘাট  ,  দক্ষিন দিনাজপুর , পশ্চিমবঙ্গ  


No comments:

Post a Comment