অণুগল্প // অনুকরণ // অঙ্কিতা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

অণুগল্প // অনুকরণ // অঙ্কিতা পাল

 অনুকরণ

অঙ্কিতা পাল


আমি মানুষটা একটু সহজ সরল, পৃথিবীর আর পাঁচটা মানুষের থেকে বোধ করি একটু আলাদা। এটা কি আমার মনের ভুল,নাকি আর পাঁচটা লোক সেটাই মনে করেন?
জানিনা আর কে কেমন ।মনে হয় আমার বড় মেয়েটা অনেকটা আমার মতো। সে যেন আমার সবকিছুতেই আমাকে অনুকরণ করে। বেশ কয়েক বছর ধরেই আমার ছবি তোলার ভারি শখ।যেমন আকাশের ভাসমান মেঘ  বাতাসে ভেসে বেড়ায়, কখনো কখনো নীল মাছরাঙ্গা মাছ নিয়ে যায়, কখনো বা সুন্দর ফুলটার, আবার কখনো বা দক্ষিণের পুকুরটার ও।  বর মাঝে মাঝেই রহস্য করে বলে - তোমাকে একটা ক্যামেরা কিনে দেবো। মেয়ে টাও তখন বলে ওঠে - হ্যাঁ হ্যাঁ গোল্ডেন ক্যামেরা বাবা । আমি তার দিকে তাকিয়ে হা হা করে হাসি, আর বলি - হ্যাঁ এবার ডিএসএলআর হবে। সে অমনি খুশি হয়ে নাচতে নাচতে চলে যায়।
একদিন সে ও দেখি পুকুর ধারের ঘরে বসে বসে কি যেন একটা ছবি তুলছে। আমি কৌতুহলী হয়ে তাকে প্রশ্ন করলাম - কিরে কি করছিস? সে মৃদু হেসে উত্তর দিলো - পণ্ডের ফটো তুলছি মা। একদিন হঠাৎ করেই দেখি সে নিজে নিজেই একটা সেলফি তুলেছে, আমি জিঞ্জাসা করতেই সে উত্তর দিলো - তুমিও তো সুইট ক্যামেরা য় ফটো তোলো। ওর বাবা তো ক্ষানিক চেঁচামেচি করে বললো, এই তোমরা সব সময় সেলফি তোলো ফটো তোলো তার জন্য মেয়েরা এরকম করে। আসলে মেয়েরা তোমায় দেখেই অনুকরণ করবেই তো।

***********************************


ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা





No comments:

Post a Comment