কবিতা // আপন ঘরে // স্বপন মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা // আপন ঘরে // স্বপন মুখোপাধ্যায়



আপন ঘরে 

স্বপন মুখোপাধ্যায় 


চারদিকে ওই সাজো সাজো রব মা আসছেন ঘরে,
ভুবন জোড়া ভালোবাসা নিয়ে একটি বছর পরে।
মন্ডপেতে বাজবে ক'দিন দেদার খুশির ঘন্টা কাঁসর,
সন্ধ্যাবেলা আটচালাতে উঠবে জমে গানের  আসর।
নদীর পাড়ে কাশের বনে বইছে বাতাস আপন মনে,
পেঁজা তুলোর মেঘ ভেসে ওই ছুটছে দূরে নীল গগনে।
ভোরের আলোর শিউলি ঝরা শিশির ভেজা অবুঝ ঘাসে,
আগমনীর উঠলো রে দোল থাকবো চেয়ে মায়ের পাশে।

*********************************
বহড়া,ষাটপলসা,বীরভূম 
পিন নম্বর  ৭৩১২৩৪

No comments:

Post a Comment