Featured Post
কবিতা ।। মিলন মেলার আঁকে বাঁকে ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মিলন মেলার আঁকে বাঁকে
গোবিন্দ মোদক
কখন যে উৎসবকে কেন্দ্র করে মেলা বসে,
আর কখন যে মেলাকে ঘিরে উৎসব
তার কোনও সীমারেখা না থাকলেও
মন জুড়ে বে-নী-আ-স-হ-ক-লা।
তাই কখনও বীরভূমের রাঙামাটির পথে
অথবা রাজস্থানের রুক্ষ প্রান্তরে
মনের বেহালায় কে যেন ছড় টেনে বাজায়।
তখন আর দু'দন্ড বসে থাকার জো নেই,
রাম রহিম আর জনসনেরও ফারাক নেই;
অগতা মনবাউল পথ হাঁটে উৎসবের আলোয়,
হাঁটে মেলার পথ ধরে হাজারো মানুষের ভিড়ে;
কখনও বা সাথী হয় পার্বণ
ভাদু .. টুসু .. বোলান .. জারিগান ..
কিংবা নকশিকাঁথা আঁকা পিঠে-পুলি,
আতপের ঘ্রাণ, ঝুমঝুমি, খাজা-গজা,
নাগরদোলার মায়াবী হাতছানি,
আর কোমর জড়ানো নাচের বাহার …
তবুও এতো কিছুর মধ্যেও
কখনও কখনও মনে হয় —
ধর্ম থাকুক ধর্মের মতো,
উৎসব উৎসব-ই হোক,
তাহলেই মনে মনে জমবে মেলার বাহার!
এসো! একটু রঙিন হই মেলার ভিড়ে!!
___________________________
গোবিন্দ মোদক।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন