✍️সুমিতা চৌধুরী
মায়ের ভাষা, আমার ভাষা,
আ মরি বাংলা ভাষা।
যে ভাষাতে জড়িয়ে আছে এই মাটির গান,
সে যে মোদের প্রাণের ভাষা, মোদের অভিমান।
এই বাংলার মিঠে বোলে
জুড়ায় মন প্রাণ,
এ যে মোদের স্বাভিমান,
মোদের নাড়ির টান।
বাউল তোলে সুর উদাসী
এই বাংলা বোলে,
প্রথম মোদের আত্মপ্রকাশ
এরই আধোবোলে।
সেই ভাষাকেই দিতে স্বীকৃতি
সহস্রাধিক প্রাণ দিয়েছিল আপন বলিদান,
শূন্য হয়েছিল কত শত মায়ের কোল,
মাতৃভাষা পেয়েছিল আপন গরিমায় নিজ স্থান।
সেই ভাষাকে কোরো না কভু হেলা,
পরো না স্বেচ্ছায় শৃঙ্খল পরাধীনতার।
সশ্রদ্ধায় ভালোবাসায় তারে অন্তরে দাও স্থান,
মান রেখো এই ভাষা দিবসের, মান রেখো আপন স্বাধীনতার।।
=============
Sumita Choudhury
Liluah, Howrah
No comments:
Post a Comment