কবিতা ।। শহিদ মিনার ।। অরুণ শীল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। শহিদ মিনার ।। অরুণ শীল

শহিদ মিনার

অরুণ শীল 


শহিদ মিনার 
বুকের ভেতর ভাষার জন্যে অগ্নিবীণার
বাজিয়ে যে সুর প্রাণের মিছিলে জাগালে জোয়ার 
সেই প্ররণায় বাঙালি হয়েছে খোলা-তলোয়ার।
মুক্তি -পাগল সাহসী মানুষ এনেছে বিজয় 
তুমি আমাদের দীপ্ত চেতনা চির অক্ষয়।

শহিদ মিনার 
সূর্যের মতো আলোয় আলোয় ঘুচাও আঁধার 
আলোর প্রতীক ভাষার প্রতীক আশার প্রতীক
ঝড়ে-সংকটে জাতিকে আজও রাখো নির্ভীক 
শক্তি জোগাতে সাহস জোগাতে তুলনাবিহীন
তোমার ছায়ায় আমাদের দিন স্বপ্নে রঙিন। 

শহিদ মিনার 
পদ্মা মেঘনা শঙ্খ যমুনা বুড়িগঙ্গার
তীর থেকে তুমি অবাক আবেগে ছুঁয়েছো আকাশ 
শিকল ছেঁড়ার মহাপ্রেরণার সেই ইতিহাস
পৃথিবীর প্রতি প্রান্তরে আজ তুমি বাতিঘর 
মায়ের ভাষার চেতনা চিহ্ন চির ভাস্বর।

No comments:

Post a Comment