কবিতা ।। শঙ্খচিলের ডানার ।। সঞ্জয় কুমার নন্দী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। শঙ্খচিলের ডানার ।। সঞ্জয় কুমার নন্দী


শঙ্খচিলের ডানার

সঞ্জয় কুমার নন্দী

 
আমরা বাঙালি—, বাঙালি বলে-,
বাংলা ভাষাকে ফেলে দিল জলে! 
তবুও বিশ্বে রয়েছে কত ভাষা,
বাঙালি বলে রয়ে গেছে প্রাণে আশা। 
সব চাওয়ার ভালো দিক হলো মর্যাদা, 
আন্তর্জাতিক স্তরে পাব মান-হুঁশ মান-দা।
এই আন্দোলনে হারিয়েছি কত মানুষ, 
শহীদ হয়েও ফিরছিল না বিশ্বের হুঁশ। 
বাংলা আমাদের গর্ব, মায়ের ভাষা-
মধুর হতে মধুরতর হবে শুধু আশা।
মাতৃ ভাষার অস্তিত্ব অক্ষুন্ন রাখতে-
বলিদান দিলে তাঁরা হাসতে হাসতে।
এলো সেই দিন একুশে ফেব্রুয়ারি, 
মৃত্যুকে জয় করে মাতা সেজেছেন নারী। 
আকাশ বাতাস হরষিত এই ভুবন,
স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা পেয়েছে জীবন। 
শঙ্খচিলের ডানার ঝাপটে পেয়েছে প্রাণ, 
এসো গাই সম্প্রীতির সেই সুরে বাংলার গান।
বাংলা মোদের বর্ণ, বাংলা মোদের শব্দ-
সত্যের হয়েছে জয়; অহং হিংসা হল জব্দ।
একুশে ফেব্রুয়ারি তুমি ভরিয়েছো মোদের বুক,
শহীদ স্মরণে বাংলা ভাষার মধু-স্নানে পাই-রে সুখ।
______________________

Name - Sanjoy Kumar Nandi 
Village - South Sura
Post office - Chakdighi
District - Purba Bardhaman 
Pin code number 713404
West Bengal 
India 





No comments:

Post a Comment