কবিতা ।। ভাষা শহীদ দিবস ।। সুনীল করণ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। ভাষা শহীদ দিবস ।। সুনীল করণ

ভাষা শহীদ দিবস

সুনীল করণ 


বাংলা আমার, বাংলা তোমার 
এটাই প্রাণের ভাষা,
ভাষা নিয়েই গর্ব সবার 
জাগায় মনে আশা।

উনিশে মে গর্জে উঠি 
রক্তাক্ত দিনে,
পথ ভুলি না এগিয়ে চলি 
বন্ধুর পথ চিনে।

বাংলাদেশের মাটিতে হয়েছে 
ভীষণ আন্দোলন,
পুলিশ সেদিন নির্মমভাবে 
করে গুলিবর্ষণ।

সেই কারণেই সারাটা বিশ্বে 
একুশে ফেব্রুয়ারি,
বিশ্বের সব ভাষা শহীদকে 
আমরা স্মরণ করি।

আনন্দ ও বেদনায় মাখা 
একুশে ফেব্রুয়ারি,
স্মৃতিতে আজও সুজয়, সালাম... 
কেউ কী ভুলতে পারি? 

============


SUNIL KARAN 
VIVEKANANDA PARK,
KOLKATA - 700 063 

No comments:

Post a Comment