ছড়া ।। এই ফাগুনের প্রাতে ।। প্রণব কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ছড়া ।। এই ফাগুনের প্রাতে ।। প্রণব কুমার চক্রবর্তী


 

এই ফাগুনের প্রাতে 

প্রণব কুমার চক্রবর্তী 


পলাশ রাঙা এই ফাগুনের প্রাতে 
চলেছে মিছিল একটাই মনে জেদ
সরকারি ভাষা বাংলাই হতে হবে
ধর্ম জিগিরে হতে দেবে নাকো ভেদ !
রাইফেল ধারি সেনারা চালালো গুলি
পড়লো লুটিয়ে তাজা তাজা কিচ্ছু প্রাণ  
রক্তে ভিজে রাজপথ হলো লাল 
জোরদার হলো বাংলা ভাষার গান !


পলাশ রাঙা এই ফাগুনেরই দিনে
বুকের রক্তে এঁকে দিয়ে ক্যানভাসে
নতুন এক স্বাধীন দেশের ছবি
মৃত্যুঞ্জয়ী হয়ে আছে ইতিহাসে !


পলাশ রাঙা এই ফাগুনের ভোরে  
কড়া নাড়ে তারা মনের দুয়ারে এসে
ফ্ল্যাগ ফেস্টুনে সাজিয়ে শহীদ বেদী
তর্পণ করি তাহাদের ভালবেসে !


===============

প্রণব কুমার চক্রবর্তী 
প্রযত্নে, পৃথ্বীরাজ চক্রবর্তী 
বাণীদীপ ভবন ( দ্বিতীয় তল )
মৃত অধ্যাপক প্রদীপ চন্দ্র সাহার বাড়ি 
এইচ এন রোড, গোল বাগান, কুচবিহার 
পৌরসভা গ্যারেজের বিপরীত দিকের গলি 
কুচবিহার
পিন ৭৩৬১০১ 











No comments:

Post a Comment