কবিতা ।। মাতৃভাষার জয় ।। চঞ্চলকুমার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। মাতৃভাষার জয় ।। চঞ্চলকুমার

মাতৃভাষার জয়

চঞ্চলকুমার মণ্ডল


পলাশ রঙা রক্ত লেগে বাংলার অক্ষরে,
ঘুম ভাঙে ঐ বাংলা গানে শিমূল ফোটা ভোরে!
কৃষ্ণচূড়াও জেগে ওঠে সূর্য রঙে হাসি,
গর্বভরে শ্বাস বুকে নিই সকল বাংলাভাষী। 
বাংলা ভাষা প্রানের ভাষা যে প্রান দুর্জয়,
রক্ত আখরে সে প্রান লিখেছে মাতৃভাষার জয়। 
ফুলে ফুলে ওঠে সে রেঙে বায়ুতে ঝলমল,
ভাষা শহীদের বুকের স্বপ্ন আজও কত উজ্জ্বল। 
যতই আসুক ঝঞ্ঝা-তুফান,দুর্যোগ-মহামারী;
ভুলতে তোমায় পারব কি গো একুশে ফেব্রুয়ারি?
একুশ মানেই বসন্ত সুর ভরে ওঠে ফুল ডালা,
প্রণমি একুশে স্বাধীন মায়ের বাংলা বর্ণমালা। 
একুশ মানেই গর্জে ওঠা নেই কোন পরাভয়,
একুশ মানেই বাংলা ভাষা মাতৃভাষার জয়।।

==========

ড.চঞ্চলকুমার মণ্ডল
মাধব চক। বিষ্ণুপুর বাজার। সবং। পশ্চিম মেদিনীপুর-৭২১১৪৪

No comments:

Post a Comment