কবিতা ।। মাতৃভাষা ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। মাতৃভাষা ।। মাথুর দাস

মাতৃভাষা

মাথুর দাস


মাতৃভাষা বলতে খাসা

শিখতে লিখতে পড়তেও;

কিন্তু শুধু মাতৃভাষায়

পারবে জীবন গড়তেও?


শিখতে হবে অন্য ভাষাও

বিদেশি বা দেশি;

নইলে যে দিন দৈনন্দিন

ঝক্কির একশেষ-ই!


তবুও জানি মাতৃভাষা

সবার প্রিয়, শ্রেয়া;

সে ভাষাতেই হয় যে সহজ

ভাবটি দেয়া-নেয়া ।


***************



মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান


No comments:

Post a Comment