কবিতা ।। একুশে ফেব্রুয়ারি ।। অর্ণব সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। একুশে ফেব্রুয়ারি ।। অর্ণব সামন্ত

একুশে ফেব্রুয়ারি

অর্ণব সামন্ত                       


গুহা থেকে এসেছি ফিরে যেতে পারি না আবার গুহায় 
যতই ট্রিগারে আঙুল রাখো যতই ডাকো রক্তবন্যায় 
তুমি অন্ধ খুন করো আমি অন্ধ ভালোবেসে ভাষা 
এই তো অপসৃয়মান অন্ধকারে একমাত্র সূর্য - আশা 
মায়ের কাছে শরণাগত যে শিশুটি নির্ভয় 
মায়ের ভাষায় সোচ্চার হয়ে তুলবে পতাকা-বিজয় 
যতই বুলেটে ছিন্ন করো, ভিন্ন করো হৃদয় 
যতই বাড়বে জেদী মনটির শিখরের মতো প্রত্যয় 
ইতিহাসে সব চলে যেতে হবে ছেটাবে থুতু ভবিতব্য 
এতেই যদি সভ্য সবাই কে তবে অসভ্য ?
পথ চলে সামনের দিকে জলের ধারার মতো 
জীবন চলেছে বহমানতায় অবাধ্য , অপ্রতিরোধ্য 
কি করে ফেরাবে গুহায় আবার মুখের ভাষাটি কেড়ে 
সাজানো গোছানো পোশাকের ভাষা ফেলি তাই আস্তাকুঁড়ে 
মায়ের দরদ ভালোবাসাঘন স্নেহময় আশ্রয় ও আশা 
আর কোনো ভাষা দিতে পারে বলো ছাড়া মাতৃভাষা 
দধীচির মতো হৃদয়ের ভাষা বজ্র করেছি আমরা 
আর কিছুতেই আটকানো যাবে না এ বিপুল প্রাণের ধারা 
মুক্তধারার প্রবাহটি ছোটে জীবনধারাটি আবহমানে 
রক্তস্রোতও থামাতে পারছে না ন হন্যতের জাগরণে 
চেতনার ভাষা জেগেছে যখন সেই জীবনের চলচ্ছক্তি 
তাতেই লুকিয়ে আনন্দ প্রেম তাতেই প্রকাশ স্ফুর্তি , মুক্তি 
সারা পৃথিবীর মানুষ লড়ুক একুশে ফেব্রুয়ারিকে নিয়ে 
জাগুক তারা নিজের ভাষায় সরল প্রাণের আলো ছিটিয়ে 
হেঁটে যাক তারা সামনের পথ হাজার আলোকবর্ষ ছাড়িয়ে ... !

 **********************
অর্ণব সামন্ত 
A P Nagar ( Paschim)
House No S-1/ 53 
SBI ATM GALI 
P.O. + P.S. -- SONARPUR
SOUTH 24 Pgs 
Kol - 150






**********************************************


No comments:

Post a Comment