কবিতা ।। আমার মায়ের ভাষা ।। রূপালী মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। আমার মায়ের ভাষা ।। রূপালী মুখোপাধ্যায়


আমার মায়ের ভাষা

রূপালী  মুখোপাধ্যায় 


মাঝে মাঝে মনে হয় 
কোথা আমি আছি 
বাংলা না বিহারেতে 
না বুঝেই বাঁচি 
বাংলার স্কুলগুলো 
কী করুন দশা
ইংরাজি দাপটেতে 
হয়ে যায় মশা 
এ বি সি ডি র চাপে পড়ে 
অ আ ক খ শেষ 
কী ভীষণ মজা লোটে 
আছে ওরা বেশ 
বাংলা বর্ণমালা
লজ্জায় নত
কেমনে সহ্য করি 
দুখী অবিরত 
হাই হ্যালো কথা হয় 
আর থাকে বাট
রাইমস চলছে এখন 
ছড়া গান কাট
ছোট ছোট শিশুদের 
বোঝাই এসো 
বাংলা তোমার ভাষা 
ভালো তুমি বেসো
যে কোন ভাষাই শেখো 
বাধা কিছু নাই 
মায়ের ভাষাকে তুমি 
ধরে রেখো ভাই ।
মায়ের দুধের স্বাদ 
পাবে নিশ্চয় 
প্রাণ খুলে কথা বলো
মন খুশী রয় ।

==========



  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
রূপালী  মুখোপাধ্যায়, দুর্গাপুর ,পশ্চিম বর্ধমান

No comments:

Post a Comment