১৯৬১-র ১৯শে মে ।। রমিতা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

১৯৬১-র ১৯শে মে ।। রমিতা মজুমদার


১৯৬১ র ১৯শে মে

রমিতা মজুমদার 


শোনো কমলাদিদি আমার
তুমিই প্রথম নারী শহীদ 
বাঙলা ভাষার----
অত্যাচারীর খড়্গ‌ কৃপাণ
ভাঙতে পারেনি মন  তোমার।

১৯৬১র   ১৯ শে মে
এগারোটি  তাজা প্রাণ শহীদ হলো 
স্বৈরাচারীর বন্দুকে আসামের শিলচরে
মাতৃভাষার মান রাখতে 
বলি দিলে নিজের  জীবন
সাক্ষী রইলো  কাছাড়ের
শহর শিলচরের রেল স্টেশন।

****** *****

আসাম সরকার মানতে চায় না
সরকারী ভাষা হোক  "বাংলা" 
জ্বলে উঠলো বরাক ভ্যালী
বাঙালিরা, সরকারী ফরমান মানলো না।

সেনা নামলো অতর্কিতে
এগারোটি  তাজা প্রাণ 
 পড়লো  ঝরে গুলিতে।

বাংলা ভাষা-- মাতৃভাষা
মাতৃদুগ্ধ-সম মেনে
তোমরাই বুঝিয়ে গেলে
বাংলাভাষার মানে।

প্রনাম জানাই আজ তোমাদের
সদাই আছো অন্তরে
ভুলবো না শহীদ তোমাদের
আমরা আছি তো এই অঙ্গীকারে।

-----------

রমিতা মজুমদার
রামকৃষ্ণ এপার্টমেন্ট 
৮০ সুবোধ পার্ক
কলকাতা



No comments:

Post a Comment