ছড়া ।। আশীর্বাদ ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ছড়া ।। আশীর্বাদ ।। বদ্রীনাথ পাল


আশীর্বাদ

বদ্রীনাথ পাল 


যে ভাষাতে মা বলেছি 
জন্ম নিয়ে প্রথম ভাই-
সে যে আমার বাংলা ভাষা 
এমন ভাষা আর তো নাই !

গাইছে বাউল যে ভাষাতে 
একতারাতে প্রাণের গান--
বাংলা সে যে মোহময়ী
অন্তরে যার প্রাণের টান !

স্বপ্ন দেখি যে ভাষাতে 
কাঁদা হাসা যাতেই হয়--
বাংলা সে যে মধুক্ষরা
অন্য কিছু আর তো নয় !

গীতাঞ্জলি বিষের বাঁশী 
এই ভাষারই আশীর্বাদ,
নিরেট সোনা এই ভাষা যে
এ ভাষাতে নেইকো খাদ !

=================

বদ্রীনাথ পাল 
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া।

No comments:

Post a Comment