ছড়া ।। প্রাণের ভাষা ।। আসগার আলি মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ছড়া ।। প্রাণের ভাষা ।। আসগার আলি মণ্ডল

প্রাণের ভাষা

আসগার আলি মণ্ডল 


প্রাণের ভাষা বাংলা ভাষা
তাকে কি ভাই যায় ভোলা !
খেয়ার মাঝি বৈঠা টানে--
ভাটিয়ালির দেয় দোলা।।

প্রথম যে দিন ডাকনু মাকে
পরম স্নেহে 'মা' বলে
হাত বাড়িয়ে আদর করে
'মা' তুলে নেন তাঁর কোলে।।

আমার ভাষা,তোমার ভাষা
বাংলা ভাষার রাখতে মান
রক্তে মাটিই রাঙিয়ে দিয়ে 
'শহীদ' হলেন শতেক প্রাণ।।

এই ভাষাতেই 'গীতাজ্ঞলী'
বিশ্বলোকে-ই করলো জয় !
'কবির কবি'রবি কবির
বাংলা তো নয়,নিঃস্ব নয়।।


=============

আসগার আলি মণ্ডল 
বাউড়িয়া,হাওড়া
মোবাইল-9038881687

No comments:

Post a Comment