ধস্ত প্রতিচ্ছবি
বিবেকানন্দ নস্কর
মুখাবয়বে ফুটে ওঠে বদলের ছবি
সময় আঁচড় যন্ত্রণা ক্ষত
ধস্ত প্রতিচ্ছবি!
আদর আঙুলে স্নেহের তুলির টানে
তোমাকেই খুঁজি এখনো আড়াল
চোখের পাতায় খোদিত অভিমান।
শোকের লাভাস্রোত হাঁটে
পড়ে আছে স্বপ্নের শব
ঝরা ফুল খসা পাতা বাড়ে ।
অদ্ভুত বদল নিশিযামি
ধস্ত প্রতিচ্ছবি হাসে, সে তো জানে
কতখানি ঠিক বদলে গিয়েছি আমি!
বিবেকানন্দ নস্কর
সন্তোষপুর
ফলতা
দ:২৪ পরগণা
No comments:
Post a Comment