কবিতা ।। সুযোগ রেখে ।। প্রাণজি বসাক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। সুযোগ রেখে ।। প্রাণজি বসাক

সুযোগ রেখে

প্রাণজি বসাক 

 

ভাবনার পরত গাঢ় হতে না হতেই চেতনায় ধ্বনি ওঠে 

Next station is Dashrathpuri উঠে দাঁড়াই সাবধান

হই… যদিও সুরঙ্গ পথে কোনো বেগতিক হাওয়া নেই 

মসৃণ হাতল ধরে দাঁড়িয়ে থাকা তন্বী মেয়েটি সম্ভবতঃ 

একবিংশ শতাব্দীর প্রথম স্তবকের এবং হয়ত প্রবাসী 

হালকা ভিড়সহ নেমে পড়ি যথার্থ নমনীয় ভাষায় বলি

মাটির কথা ঘ্রাণের কথা অ আ ক খ বঙ্গভাষার কথা 

চলন্ত সিঁড়িতে পা রাখি আর ভাবি গন্তব্যের উপহাস -

রাস্তায় টোটোগুলো যেন বাংলা কবিতার ঠাসা পংক্তি 

মানুষের সাথে সুযোগ রেখে রাজমন্দির পেরিয়ে যায় 

*******************


Pran G Basak

New Delhi - 110045



No comments:

Post a Comment