কবিতা ।। বাংলা ভাষা ।। তূয়া নূর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। বাংলা ভাষা ।। তূয়া নূর


বাংলা ভাষা

তূয়া নূর


বাংলা ভাষা সুরে ভরা মধু গুড়ের মিষ্টি
মন্ডা মিঠে দধি সন্দেশ সংগে আনা ইষ্টি। 

পাখির বাসা আগলে রাখা বু্কের পরম ভাপে,
সকাল বেলা শিশির ফোঁটা পদ্ম পাতায় কাঁপে। 

মা নামটা যে ঘুরে ফিরে ডেকে ডেকে সুখ,
ভালবাসার খনি যেনো বাংলাদেশের বু্ক। 

বাংলা ভাষায় মিশে আছে রসমালাইয়ের স্বাদ,
কঠিন তেমন আগুন ঝরা কড়া প্রতিবাদ। 

==============
তূয়া নূর
11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA


No comments:

Post a Comment