মাতৃভাষা
জীবন সরখেল
ঢাকা শিলচর মানভূম থেকে
আফ্রিকা কানাডায়
বঞ্চনার বিরুদ্ধে দেখি
মাতৃভাষার লড়াই।
মানুষের অধিকার রক্ষায়
কবচ মাতৃভাষা
সাহস ভরসা নির্ভরতা
সব শোষিতের আশা।
আন্তর্জাতিক স্তরে এলো
লড়াইয়ের স্বীকৃতি
একুশে ফেব্রুয়ারি দেয়
অন্যায়ে নিষ্কৃতি।
ভাষা শহীদ লড়াকুদের
প্রণমি সম্মানে
এঁকেছেন প্রগতি স্বপ্ন
সমাজে জীবনে...
_____________
গ্রাম -বাড়াভগলদিঘী, পোস্ট -ভগলদিঘী, থানা-জয়পুর জেলা-বাঁকুড়া, পিন -৭২২১৫৪ ভারত,
No comments:
Post a Comment