ছড়া ।। মাতৃভাষা দিবস ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ছড়া ।। মাতৃভাষা দিবস ।। রঞ্জন কুমার মণ্ডল


মাতৃভাষা দিবস 

রঞ্জন কুমার মণ্ডল 

বাংলা আমার মায়ের ভাষা 
লিখি পড়ি কথা বলি,
বাংলা ভাষা প্রাণের ভাষা 
জীবন গড়ে তুলি।

মাটির ভাষা বাংলা ভাষা 
সে ভাষায় গান গাই,
মনের ভাবটি প্রকাশ করি
মুক্তির স্বাদ পাই।

আকাশে বাতাসে ঢেউ তোলে রোজ
বাংলা ভাষার সুর,
ভাটির টান, মাঝিদের গান 
শিহরণ ভরপুর।

কত শহীদের প্রাণ বলিদানে
বাংলা রাষ্ট্রভাষা,
ভাষা ইতিহাসে সেরা ভাষা 
দেখায় নব দিশা।

ফেব্রুয়ারিতে শহীদ দিবস 
একুশে ফেব্রুয়ারি,
'মাতৃভাষা দিবস'ই শহীদ দিবস 
হৃদয় দিয়ে স্মরি।

=============

রঞ্জন কুমার মণ্ডল 
সারাঙ্গাবাদ, বজবজ, ২৪পরগণা (দক্ষিণ)
পিন কোড -৭০০১৩৭ . পশ্চিমবঙ্গ।



No comments:

Post a Comment