উৎপলেন্দু দাস
জৌলুসে মোড়া বাৎসরিক উৎসব সর্বস্ব আনুষ্ঠানিকতায়
মুগ্ধ নজর যেন না এড়িয়ে যায় প্রাত্যহিক যাপনে,
মাঠে ঘাটে আলপথে নগরের প্রান্ত পেরিয়ে
মাতৃ বন্দনা যদি ভুলে যেতে থাকি লেখনীতে, উচ্চারণে, মননে,
কী লাভ ত্রস্ত বাংলা ভাষার একুশে ফেব্রুয়ারির পার্বণ পালনে?
=================
ডাঃ উৎপলেন্দু দাস
ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০
কলকাতা ৭০০০৪০
No comments:
Post a Comment