কবিতা ।। ডাকছে একুশ ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। ডাকছে একুশ ।। দীনেশ সরকার

ডাকছে একুশ                               

দীনেশ সরকার    

                                                                 


ফেব্রুয়ারির একুশ এলেই মনটা কেঁদে ওঠে

রক্তে ভেজা ঢাকার রাজপথ চোখের সামনে ফোটে।

ভাষা-শহিদ, অমর তোমরা হৃদয়ে রাখবো ঠিক

ডাকছে একুশ আয় ফিরে আয়, আয় জব্বার আয় রফিক।

                                        

শহিদ শোণিত যায়নি বৃথা, স্মরণ করি তারে   

মাতৃভাষা স্বীকৃত আজ জগতের দরবারে।

অমূল্য যে ভাষা-শহিদদের আত্মত্যাগের দাম,     

ডাকছে একুশ আয় ফিরে আয়, আয় বরকত আয় সালাম।

 

সুপ্ত জাতি জাগলো সেদিন শহিদদের বলিদানে   

মাতৃভাষার স্বীকৃতি চাই, উঠলো দাবী সবখানে।

অমর শহিদ জীবন দিয়ে ভাঙালে ঘুম সব্বার

ডাকছে একুশ আয় ফিরে আয়, আয় শফিউর আয় জব্বার ।

 

অমর শহিদ, তোমাদের ত্যাগ আমরা কি ভুলতে পারি?

মাতৃভাষা দিবস যে আজ একুশে ফেব্রুয়ারি।

 

****************************

দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর----৭২১৩০৬

No comments:

Post a Comment