কবিতা ।। রক্ত গোলাপ ।। অমিত কুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। রক্ত গোলাপ ।। অমিত কুমার রায়


রক্ত গোলাপ 

অমিত কুমার রায়


এস অতুলপ্রসাদী গান গাই 
'আ - মরি বাংলা ভাষা, 
এসো, প্রতুলের গাওয়া গান গাই 
'আমি বাংলার গান গাই 
আমি বাংলায় গান গাই....."
যারা মাতৃভাষায় কলঙ্ক লেপে
উল্লাসে উঠেছে ক্ষেপে
উপেক্ষা বাতাসে ভাসিয়ে দাও
প্রতিবাদ ঝড় তীব্রতর হোক 
তাদের বুকের ভেতর অশ্রদ্ধা উঠুক কেঁপে।

এসো বাংলার ঘরে বাংলা স্বরে 
বাংলা ভাষার ডিঙ্গা ভাষাই। 
এসো বাংলার পথে বাংলার সত্য  ব্রতে
লালনের গান গাই  লালনের গান গাই।
এসো ফাগুনের কবি বৈশাখী রবি 
আগুন শহীদ পাখি 
এসো আগুনের ফুল ফাগুনের ফুল 
আকাশের তারা আখি।
ভাসে ভাষা ফুল মানবতাব গুল 
রক্ত গোলাপে রাখী
রক্ত গোলাপে ঢাকি।
 
==================

--- অমিত কুমার রায়
হাওড়া  পশ্চিমবঙ্গ  ভারত

No comments:

Post a Comment