কবিতা ।। বাংলাভাষা ।। ভুবনেশ্বর মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। বাংলাভাষা ।। ভুবনেশ্বর মন্ডল

বাংলাভাষা 

ভুবনেশ্বর মন্ডল 



দুঃখ যত গচ্ছিত রাখি তোমার কাছে 

কান্না দিয়ে ধুয়ে দিই তোমার রাঙা পা 

হৃদয়-আসনে বসে করি তোমার পূজা

বাংলার মেয়ে তুমি অশুভনাশিনী দুর্গা

তোমাকে পরাই তাঁতের লালপাড় শাড়ি 

আত্মার দীপে করি তোমার আরতি 

তোমার জন্য জাহান্নামেও যেতে পারি

তুমি ঘুমের ভিতর রূপকথা হয়ে আসো

সহজপাঠে নক্ষত্র হয়ে জ্বলো সারারাত 

ভাটিয়ালি কীর্তন বাউল আমার আকাশ

তোমার উঠোনে খেলেন প্রিয় রবীন্দ্রনাথ 

বঙ্কিম বিভূতি তারাশঙ্কর জীবনানন্দ

শক্তি শঙ্খ সুনীল জয় তোমার আত্মায় 

খেত-খামার মাঠ-ঘাট প্রাসাদ ও কুটিরে

তোমার সুগন্ধ ওঠে বাঙলার ঘরে ঘরে

গঙ্গা পদ্মা দামোদর সুবর্ণরেখার স্রোতে

তোমার বাঁশিটি বাজে রোজ পথে প্রান্তরে

শাপলা শালুক হাস্নুহানা পদ্মপাতায় লেখা 

তোমার স্নেহ ভালোবাসা হৃদয়ের কথকতা

একুশে ফেব্রুয়ারি বুকে শপথের কোলাহল

তুমি মাতৃভাষার অমরতা পান করে হলাহল।


_____________________

ভুবনেশ্বর মন্ডল 

সাঁইথিয়া লেবুবাগান 

পোস্ট- সাঁইথিয়া 

জেলা- বীরভূম 

পিন নাম্বার ৭৩১২৩৪ 













No comments:

Post a Comment