কবিতা ।। আজ একুশে ফেব্রুয়ারী ।। রবীন প্রামাণিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। আজ একুশে ফেব্রুয়ারী ।। রবীন প্রামাণিক



আজ একুশে ফেব্রুয়ারী 

রবীন প্রামাণিক 


একুশে ফেব্রুয়ারী, গাইছে আকাশ গান

ফুটেছে আলো ঘুচেছে কালো কুয়াশা কেটে

আজ উঠেছে পাখির মরমি কুহুতান ।


নদী-সমুদ্র-গিরিশৃঙ্গ আর আকাশ 

বৃক্ষলতা, সবুজ অরণ্য আর বাতাস 

মায়ের ভাষায় করেছে আত্ম-প্রকাশ ।


আজ একুশে ফেব্রুয়ারী- মায়ের ভাষার 

অধিকার পেতে দিয়েছে আত্ম বলিদান

যারা, তাদের কথা হৃদয়ে জমানো থাক ।


মনে কি আসে আজ করুণ দিনের কথা--

আজ হয়েছে মলিন, হয়েছে অবসান,

তবু এই মাটির শিকড়ে গভীরে প্রাণ--

হৃদয়ে সলিলে কাঁদে মরমি অভিমান ।


============

Robbin Pramanick, 
Regent Estate, 
Kolkata-700092.




No comments:

Post a Comment