ছড়া ।। একুশ মানে ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ছড়া ।। একুশ মানে ।। পাভেল আমান


একুশ মানে 

পাভেল আমান

 
একুশ মানে বাংলা ভাষা 
মননে জাগে অপার আশা
বুক ফুলিয়ে এগিয়ে চলা
সাহস আঁকড়ে কথা বলা। 

একুশ মানে মায়ের ভাষা
দিন যাপনে আনন্দ ঠাসা
স্বপ্ন নানান দেখতে থাকি
জীবন তবে রয়েছে বাকি। 

একুশ মানে প্রাণের ভাষা
গুণছি প্রহর দিব্যি খাসা
ভাবনাগুলো জমছে যথা 
ব্যক্ত করেই মনের কথা। 

একুশ মানে বাঙালির ভাষা
ভাব প্রদানের মধুর ভাষা
সহজ সরল জীবন প্রবাহ
হাতছানি দেয় সুখের আবহ। 
 
==================

পাভেল আমান- হরিহরপাড়া -মুর্শিদাবাদ


No comments:

Post a Comment