কবিতা ।। একুশ তুমি ।। শিউলী ব্যানার্জী (মুখার্জী) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। একুশ তুমি ।। শিউলী ব্যানার্জী (মুখার্জী)

একুশ তুমি

শিউলী ব্যানার্জী (মুখার্জী)


একুশ তুমি বাংলা মায়ের 
   গর্বে ভরা বুক 
বাংলা ভাষায় উচ্চারিত 
  পরম পাওয়া সুখ।
একুশ তুমি রক্তে রাঙানো 
  বাংলা বর্ণমালা 
বুলেটে বিদ্ধ ভাইয়ের বুকেতে 
  বিপ্লবী পাঠশালা।
একুশ তুমি মায়ের চোখে 
  অশ্রু ঝরা জল
  একুশ তুমি বিপ্লবী মনে 
  সদাই মনের বল।
একুশ তুমি শহীদ মিনারে 
  প্রথম সূর্য কিরন 
ফুলের অর্ঘ্যে নিবেদিত প্রাণ 
 বীরের মৃত্যু বরন ।
একুশ তুমি সধবার বেশে 
  বিধবার সাদা রঙ 
শিশুর মুখে প্রথম বুলি 
    বিচিত্র নানা ঢঙ।
একুশ  তুমি ক্লান্ত দুপুরে 
  ছায়া শীতল আশ্রয় 
 হৃদয় ও প্রাণের ভিত্তি খোঁজার 
       অদম্য বোধদয়।।

=============


শিউলী ব্যানার্জী (মুখার্জী )
গ্রাম + পোস্ট: নিত্যানন্দপুর 
থানা: গঙ্গাজলঘাটি 
জেলা : বাঁকুড়া 
পিন : 722142




No comments:

Post a Comment