ভাষাদিবসের কবিতা ।। ভাষা মাকে ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ভাষাদিবসের কবিতা ।। ভাষা মাকে ।। জয়শ্রী সরকার

ভাষা মাকে 

জয়শ্রী সরকার 


কোন্ ভাষাতে গাইবো মাগো দেশপ্রেমের গান ?
মুখের ভাষা, বুকের ব্যথা বাংলা আমার প্রাণ!

মনের খুশিতে বলে যাও আজ ভিন্ দেশী যত বুলি 
প্রাণের গভীরে নাড়া দিয়ে বলো, বাংলাটা যেন না ভুলি!

এই বাংলায় জগৎসভায় শ্রেষ্ঠ আসনে রবি
এই ভাষাতেই জীবনানন্দ এঁকেছেন কত ছবি !

এপার-ওপার আজও বেঁচে আছে বিভেদের রেখা ভুলে
বাধাগুলো সব ম্লান হয়ে গেছে রবীন্দ্র-নজরুলে !

একুশের নামে বঞ্চনা নয়, প্রাণ-মন ঢেলে দিও
বাকি সব ভাষা শেখার পরেও বাংলাকে বুকে নিও!

শহীদুল্লার কবিতা আমায় শিখিয়েছে ভালোবাসতে
এই ভাষাতেই মরণ-বাঁচন শিখেছি আমি তো হাসতে!

চেনা মুখগুলো জ্বলজ্বল করে ভাষা শহিদের শোণিতে
গভীর মননে ধ্যান করি আমি একুশের শুভ ধ্বনিতে!

ঠিকানা আকাশ, চিঠি লিখি আমি ভাষা শহিদের নামে
ঘুমাও তোমরা শান্তিতে সব শুভকামনার খামে!

*****************************************

জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেম বাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬
মোবাইল+হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৩৯৫৮২৯

No comments:

Post a Comment