শঙ্করী প্রসাদ চট্টোপাধ্যায়
রফিক, বরকত, সফিউল, সালাম
ঢাকার রাজপথ
তোমাদের রক্তে রঞ্জিত।
তোমাদের আত্মবলিদানে বাংলাভাষা
আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃত পেল
তারজন্য আমরা সত্যিই গর্বিত।
উর্দুকে ওরা করতে চেয়েছিল
সরকারি ভাষার দলিল,
তোমাদের মত তরুনেরা
সমাধিত করল সলিল।
শুধু হিন্দু নয়,
শুধু মুসলিম নয়,
আমরা মানবজাতি।
এভাবে আমরা রক্ষা করব
ইয়াঁ বড় মোদের ছাতি।
একুশে ফেব্রুয়ারির
সেই প্রভাতফেরি
আমজনতা এক হয়ে যায়
নেই তাতে বিন্দুমাত্র
রাজনীতির বাহাদুরি।
===============
শঙ্করী প্রসাদ চট্টোপাধ্যায়
8/1,পারুই কাঁচা রোড
বেহালা,কলকাতা-700061
No comments:
Post a Comment