ছড়া ।। বাংলা ভাষার জন্য ।। মিতা ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ছড়া ।। বাংলা ভাষার জন্য ।। মিতা ঘোষ

বাংলা ভাষার জন্য 

    মিতা ঘোষ


হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
জাতপাতে কী আসে যায়?
দূর বিদেশে থাকে যে, সেও
হাসে-কাঁদে বাংলা ভাষায়।

পুড়িয়ে ছাই করে ফেলো
জাত নামের ওই আবর্জনা, 
বিভাজনের গন্ধ ছড়ায়
বুঝতে কেন পারছ না!

মাতৃভাষা মায়ের মতো 
জীবনযুদ্ধে শক্তি আনে,
আকাশ-বাতাস ফুল-পাখির সুর
পাই খুঁজে এই বাংলা গানে।

মিলেমিশে থাকতে যে চাই 
একে-অন্যের দুঃখ-সুখে, 
বাংলা ভাষা সেতু হয়ে
হাসি ফোটায় সবার মুখে।

বাংলা ভাষার রং-তুলিতে
স্বপ্নের ছবি আঁকতে চাই,
হিন্দু-মুসলিম ভাই ভাই হয়ে
পাশাপাশি থাকতে চাই। 

বিশ্ববাসীর কাছে বাংলা
শ্রেষ্ঠ বলে গণ্য, 
জাতপাত তাই ভুলতে হবে
বাংলা ভাষার জন্য।

=============


Mita Ghosh 
Jirangacha 
P. O. ~ Kirtipur 
P. S. ~ Madhyamgram 
Kol-700128 




No comments:

Post a Comment