অণুগল্প ।। মাতৃভাষা ।। প্রভাত ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

অণুগল্প ।। মাতৃভাষা ।। প্রভাত ভট্টাচার্য

মাতৃভাষা

প্রভাত ভট্টাচার্য 


     সল্ট লেকের এক অভিজাত আবাসনে আজ একত্রিশে ডিসেম্বর, বর্ষশেষের দিনের সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হল পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। 
      সবাই আস্তে আস্তে এসে জড়ো হচ্ছে। ছোটোদের অংশগ্রহণই বেশি, আর তারাই প্রথমে অনুষ্ঠান করবে। তাদের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । 
    সুচরিতা বসু রয়েছেন সঞ্চালনার দায়িত্বে। তিনি  ঘোষণা করলেন, প্রথমে হবে সমবেত সঙ্গীত। তারপরে ছোটোদের আবৃত্তি।
    খুব সুন্দর সমবেত সঙ্গীত পরিবেশিত হল। এরপরে অর্ক একটা ইংরিজী কবিতা আবৃত্তি করল বেশ সাবলীলভাবে। 
    এবারে এল নীল , সে সবাইকে নমস্কার করে বলল সে একটা বাংলা কবিতা আবৃত্তি করবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 
    বাংলা কবিতা! হাউ ডিসগাস্টিং! বলে উঠলেন সামনের সারিতে বসে থাকা এক ভদ্রমহিলা। 
    আপনি তো বাঙালি, তাহলে ! বলে উঠলেন তার পার্শ্ববর্তিনী। 
    তিনি কোনো জবাব দিলেন না। 
     নীল একবার সামনে তাকালো। তারপর শুরু করল তার আবৃত্তি। 
    খুব সুন্দর হল তার পরিবেশনা। সবাই বলাতে সে আরও দুটো কবিতা বলল। 
     আবৃত্তি শেষ করে সে বলল,  আমি খুব ভালোবাসি আমার মাতৃভাষা এই বাংলাকে। আমাদের ইংরিজী বা অন্য ভাষা শেখা দরকার ঠিকই, কিন্ত মাতৃভাষাকে সবসময় মর্যাদা দিতে হবে। 
     সবাই হাততালি দিয়ে উঠল। 
    খুব ভালো বলেছে নীল। বলে উঠলেন সুচরিতা। মাতৃভাষার জায়গা আমাদের অন্তরে ।
   সবাই আবার করতালির মাধ্যমে সমর্থন করল তাকে। 

========================

    Dr Prabhat Bhattacharyya 
    Padmalaya. Block C. Flat no..519
    70 South Sinthee Road. 
    Kolkata...700030
     

No comments:

Post a Comment