ছড়া। বাংলা ভাষা | উজ্জ্বল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

ছড়া। বাংলা ভাষা | উজ্জ্বল দাস


বাংলা ভাষা

উজ্জ্বল দাস


একটা চড়াই মুখ বেঁকিয়ে বাংলা বলে,
দুইটি শালিক সেসব শুনে ঝগড়া করে।
একটা ফিঙে ঘাসের ডগায় বসলো এসে-
সেও কিনা ভাই বাংলা বলে ভালোবেসে!

বাংলা ভাষা বড্ড কঠিন-
বেজায় জটিল আ'কার ই'কার-
সঙ্গে যখন সাথে থাকে দীর্ঘ "ঈ" আর-
একটা "ঋ" কার।

এই ভাষাতেই চাঁদের বুড়ি
চরকা কাটে চাঁদের পেটে
আচারওয়ালা হজমি বেচে
ছুটির পরে স্কুলের গেটে।

বাংলা ভাষায় ঠাকুমা দিদান
গল্প বলে খুব জমিয়ে-
বৃষ্টি পড়ে কাদা মাঠে
খেলা চলে রমরমিয়ে।

মাঝ দরিয়ায় মাঝিও গায়
বাউলদাদা সুরও তোলে,
সহজ সরল মায়ের ভাষা
আহা, আমার বাংলা খাসা।

©উজ্জ্বল


Ujjwal Das
7K, Bancharam Mitra Lane
Vaishali Housing Complex
Flat # 56, konnagore
Hooghly: 712235

9830439073


No comments:

Post a Comment