আঞ্চলিক ভাষার কবিতা ।। আঙ্গার মা-র ভাষা ।। রবিরাম হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

আঞ্চলিক ভাষার কবিতা ।। আঙ্গার মা-র ভাষা ।। রবিরাম হালদার

আঙ্গার মা-র ভাষা 

রবিরাম হালদার


আঙ্গার মা বলে ওরে খোকা
আয় শুতি যাবিনি?
অনেক আত হয়ে গেলো
ভাত কোটা খাবিনি?
সবর সবর খেয়ে দেয়ে
শুয়ে টুয়ে পড় তুই,
লম্পটায় তেল ফুইরে গেছে
খেয়ে নিলি আমি শুই।
ঝুঁজরো বেলায় উটে পোড়ে
ঝাঁট পাট দিতি হবা,
লাঙল গোরু জোল মই নে
তোর বাপ্ বাদায় যাবা।
ঘরের কাজটা সেরে টেরে
পান্তা নে যেতি হবা,
হাল চষতি যে আনোক কষ্ট
সোক্কালে পান্তা খাবা।
আর দেরি নয়, খককরে আয়
টককরে শুয়ে পড়,
বিজনা এডি কোৱা আচে 
কাঁতা খানা নে ধর।
ঝুঁজরো বেলা উটে পোড়ে
জল ছড়ায় ওটোনে,
ঠাকুরির কাছে মাথা ঠোকে
ডাকে মা কায়মনে।
খানিকপর পান্তা নে যায় মাটে 
ছাবালের বাপ্ খাবা,
ডেকে বলে পান্তাটা খাও
ছাবালটা উটে যাবা।

.........................



আঙ্গার মানে -আমার 
আত -রাত 
ভাত কোটা -ভাত গুলো 
সবর সবর -তাড়াতাড়ি 
ফুইরে -শেষ 
ঝুঁজরো -ভোরবেলা 
বাদায় -মাঠে 
খককরে -তাড়াতাড়ি 
টককরে - এখুনি 



No comments:

Post a Comment