কবিতা ।। দুই ফোঁটা ।। রূপক চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। দুই ফোঁটা ।। রূপক চট্টোপাধ্যায়


দুই ফোঁটা 

রূপক চট্টোপাধ্যায় 


১)শশ্মানের ছাই ওড়ানো হওয়ায় দেখা, 

তার মুখের  বেহুলা বরণ। 

তার আর্তনাদের বর্ণমালায় 

কতো দিন  প্রজাপতি বসেনি কে জানে! 


আর কিছু ক্ষণ থাকতে পারলে ভালো হতো 

এমন নীরব অধ্যায় খুলে

ঝরা পাতার নীচে নিঝুম ট্রাম লাইনে।

ডাহুক ডাকলে ভালো হতো

মনকেমনের, কোন নিম ডালে 

শ্রাবণের গর্ভবতী মেঘ এলে

বৃষ্টির অক্ষর পেতে এঁকে নিতাম 


সজল বাংলার এলোকেশী রূপ!


২) ঈশ্বর ঘুরে গেছেন এই অকুস্থল। 

চেয়ারে আধ খোলা  রবীন্দ্রনাথ রচনাবলী 

পাতায় তেরছা কাঁপন হিরন্ময়ী রোদ

চায়ের কাপে ভনভন করে শূন্যতা! 


সেগুন সুন্দরী  সবাক আলাপে জাগে

কুয়োর নীচে জলের বৃত্তিটি এখনো সজল

গন্ধরাজ ডালে বসন্তবৌরি 


এমনই বোধের আঙুলে লেগে আছে 

স্মৃতির চৈত্র দিন। নারকেল পাতার চিরুনি 

ফেলে রেখে ঈশ্বর ঘুরে গেছেন এই অকুস্থল। 


যেখানে বর্ণমালার বাংলা অক্ষর গুলি

তাঁবু হয়ে আগলে রাখে শাক্তপদাবলী


ঈশ্বর ঘুরে গেছেন সেই অকুস্থল!


================


রূপক চট্টোপাধ্যায়

রানিবাঁধ

বাঁকুড়া -722135


No comments:

Post a Comment